Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
গিরি নন্দিনী পিকনিক স্পট
Location
৫, আনসার ব্যাটালিয়ান, শিলছড়ি, কাপ্তাই, রাংগামাটি পার্বত্য জেলা।
Transportation
চট্টগ্রাম বদ্দার হাট বাস ষ্টেশন হতে বাস যোগে অথবা দেশের যেকোন জায়গা হতে বাস অন্য যে কোন যানবাহন যোগে কাপ্তাই চট্টগ্রাম রাস্তা দিয়ে শিলছড়ি ৫ আনসার ব্যাটালিয়ান গেটে নামতে হবে। গিরি নন্দিনী পিকনিক স্পট ৫,আনসার ব্যাটালিয়ান কর্তৃক পরিচালিত একটি বিনোদন পার্ক।
Details

৫,আনসার ব্যাটালিয়ান কর্তৃক পরিচালিত গিরি নন্দিনী পিকনিক স্পট কাপ্তাই অঞ্চলের একটি অন্যত্তম বিনোদন স্পট। এ স্পটের একদিকে সীতা পাহাড় অন্যদিকে রাম পাহাড়। সীতা পাহাড়ের বুক চিরে বয়ে গেছে খড়স্রোতা পাহাড়ী কর্ণফূলী নদী । যা এ স্পটকে আরোও প্রানবন্ত করে তুলেছে। এ পিকনিক স্পটে ৩০০ বা ততোদিক লোকের ২০-২৫ টি দলের একসাথে পিকনিক করার ব্যবস্থা রয়েছে। এ স্পটে গাড়ি পার্কিং করা যায় কোন ফি ছাড়াই। তাছাড়া এখানে একসাথে ১০০টি বেশী যে কোন যানবাহন পাকিং এর ব্যবস্থা রয়েছে। এখানে পানি বা যে কোন সরঞ্জামাদির রয়েছে সহজ লভ্যতা। রয়েছে পাহাড় ঘেষা কর্ণফুলী নদীতে নিরাপদে নৌকা ভ্রমণের ব্যবস্থা। আরোও রয়েছে পাহাড়ে আরোহনের সু-ব্যবস্থা। রয়েছে নিজস্ব গাইড সার্ভিস । ৫,আনসার ব্যাটালিয়ান পরিচালিত গিরি নন্দিনী পিকনিক স্পটটি প্রকৃতির নিভিড় ছায়ায় সাজানো রয়েছে অত্যান্ত পরিপাটি ভাবে। পর্যটকদের সুবিধার্থে এখানে রয়েছে মনোরম পরিবেশের পান কৌড়ি রেস্তোরা। এ রেস্তোয়ায় পর্যটকদের জন্য রয়েছে সুলভ মূল্যে যেকোন পণ্য-সামগ্রী কেনার অপূর্ব সুযোগ, নিভিড় পরিবেশে আথিতীয়তার ব্যবস্থা। যে কোন পর্যটক এ স্পটে একবার ভ্রমণ করলে বার বার ফিরে আসতে হবে এ নিভিড় প্রকৃতির কাছে। তাই আর দেরী নয় বুকিং দিয়ে চলে আসুন গিরি নন্দিনী পিকনিক স্পটে।