বৌদ্ধ বিহার
পাহাড়ী অঞ্চলের অন্যান্য জেলার ন্যায় রাংগামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাতেও বৌদ্ধ ধর্মাবল্বীদের উপাসনার জন্য অনেক বৌদ্ধ বিহার আছে। কিন্ত্তু কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউ.পি তে প্রতিষ্ঠিত বৌদ্ধ বিহারটি সমগ্র পার্বত্য অঞ্চলের মধ্যে অন্যত্তম বিহার। মূলত এটি ১৮৫২ সালে প্রতিষ্ঠিত করে তাঁরা উপাসনা শুরু করেন। পরবর্তীতে ধাপে ধাপে এটি সংস্কার করে আকর্ষণীয় করে তোলে। উক্ত বিহারটি ২টি পাহাড়ের উপরে থাকায় আকর্ষণের মাত্রাকে আরোও বৃদ্ধি করে দিয়েছে। এই বিহারে প্রতিদিন ৩ পার্বত্য জেলা ছাড়িয়েও দেশের বিভিন্ন প্রান্ত হতে অসংখ্য পর্যটক উপাসনা ও পরিদর্শণ করতে আসে। বিহারটি চট্টগ্রাম হতে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। চট্টগ্রাম হতে বাস যোগে রওনা হয়ে চিৎমরম কিয়াং ফেরীঘাট নামতে হবে এবং নয়নাভিরাম কর্ণফুলী নদী পাড় হয়ে সামান্য কিছু অগ্রসর হলেই চোখে পড়বে এই বিহার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS