লেক ভিউ পিকনিক কর্ণার বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন কর্তৃক পরিচালিত একটি স্পট। ইহা কাপ্তাই লেক ঘেষে অত্যান্ত মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে। এখানে ভ্রমণে দিবে নতুন আনন্দ।
সুবিধা সমুহ :
১) সু-বিশাল প্রান্তর, বিচরণ ও যে কোন অনুষ্ঠান করার ব্যবস্থা
২) ছেলে-মেয়েদের খেলার উপযোগি বড় মাঠ
৩) কাপ্তাই লেকে নৌকা ভ্রমণের সু-ব্যবস্থা
৪) বাঁশদ্বারা তৈরী বিশাল ঘরে একসাথে ১৫০/২০০ জন লোকের বসার ব্যবস্থা
৫) মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগের সুবিধা
৬) পাশে অবস্থিত বশিউক ও কেপিএম এর কারখানার কাজ-কর্ম দেখা ও শিখার সুবিধা
৭) বিশুদ্ধ পানির সু-ব্যবস্থা ও আন্তরিক আতিথিয়তা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS