বনশ্রী পর্যটন কমপ্লেক্স আনুধিকমানের একটি পিকনিক স্পট এবং হানিমুন কটেজ। এখানে রয়েছে অত্যান্ত নিভিড় পরিবেশে পিকনিক করার সু-ব্যবস্থা। একদিকে নয়নাভিরাম কর্ণফুলী নদী অন্যদিকে রয়েছে প্রকৃতির ছোয়া যা এ স্পটকে করেছে অত্যান্ত প্রাণবন্ত। এ পর্যটন কমপ্লেকে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত একটি আবাসন কক্ষ ও একটি সাধারণ আবাসন কক্ষ। রয়েছে উন্নতমানের খাওয়ার সু-ব্যবস্থা। এখানে নিজস্ব প্রশিক্ষিত গাইডের মাধ্যমে রয়েছে নৌকা ভ্রমণ, পাহাড়ে চলার ব্যবস্থা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS