কাপ্তাই জাতীয় উদ্যান :
প্রায় সাড়ে ১৩ হাজার একর এলাকা নিয়ে কর্ণফুলী নদীর কোল ঘেঁষে কাপ্তাই উপজেলায় গড়ে উঠেছে কাপ্তাই জাতীয় উদ্যান। বিস্তৃত পাহাড়রাশি আর চিত্তাকর্ষক উদার প্রকৃতির অপূর্ব সমন্বয় –এ জাতীয় উদ্যান। কাপ্তাই চট্টগ্রাম সড়কের পাশে এ উদ্যানের সবুজ পাহাড়ের বুক চিরে প্রবহমান কর্ণফুলী নদীর দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। প্রাকৃতিক ও কৃত্রিম বৃক্ষরাজি আচ্ছাদিত ও বনাঞ্চলে বিচিত্র বন্যপ্রাণী ও পাখ-পাখালির অবাধ বিচরণ ক্ষেত্র। এ বনে সেগুন, জারুল, গামার আর কড়ই গাছের সারি। কাপ্তাই জাতীয় উদ্যানে রয়েছে বন বিভাগের দু’টি বিশ্রামাগার। এ বিশ্রামাগারের চার পাশে নদী , পাহাড় আর সবুজের সহাবস্থান। যা খুবই মনোমুগ্ধকর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS