Address
বারঘোনিয়া বড় জামে মসজিদ, ১নং চন্দ্রঘোনা ইউ.পি, উপজেলা-কাপ্তাই, জেলা-রাংগামাটি পার্বত্য জেলা।
History
<p>বারঘোনিয়া বড় জামে মসজিদটি বারঘোনিয় বাজার সংলগ্ন অবস্থিত। ইহা ১৯০৫ খ্রি: তারিখ ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে কে.পি.এম এর সহায়তায় প্রতিষ্ঠিত হয়। এ মসজিদটি অত্যান্ত মনোরম। এর নির্মাণ শৈলীও দেখার মত। পুরো মসজিদের ভিতরে কোন পিলার নেই। বিশেষ কারিগরী সহায়তায় ভিতর পিলার ছাড়াই এই বিশাল মসজিদটি তৈরী করা হয়েছে। শুক্রবারে গড়ে ৩০০জন মুসল্লি এখানে নামায আদায় করে থাকেন।</p>