Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সৌদি আরবে মহিলা কর্মী নিয়োগ সংক্রান্ত
Details

মহাপরিচালক, জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর ০৪.০৩.২০১৫ খ্রি: তারিখের ডি.ও নং-৪৯.০১.০০০০.০০০.১৮.০০১.১৪-০৪(৬৪) তে জানানো হয়েছে যে বর্তমান সরকারের কুটনৈতিক সফল উদ্যোগের ফলে সৌদি সরকার এখন থেকে প্রতি মাসে ১ম পর্যায়ে ১০,০০০ জন করে মহিলা কর্মী নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে প্রেক্ষিতে মাসে ১৭,০০০/- সতের হাজার টাকা মাসিক বেতনে বাংলাদেশ সরকার বিনা খরচে সৌদি আরবে মহিলা কর্মী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেপ্রেক্ষিতে দেশের অন্যান্য বিভাগের ন্যয় চট্টগ্রাম বিভাগ হতে কর্মী নেওয়ার জন্য আগামী ১৭.০৩.২০১৫ খ্রি: তারিখ হতে রেজিষ্টেশন শুরু হবে। তারই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলাধীন ৫টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার হতে ১৭.০৩.১৫ তারিখ হতে মহিলা কর্মী হিসেবে যাওয়ার আগ্রহীদের রেজিষ্টেশন শুরু হবে। আগ্রহীদের সংশ্লিষ্ট ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তি- উপজেলা প্রশাসন, কাপ্তাই,রাংগামাটি পার্বত্য জেলা।

Attachments
Publish Date
06/03/2015