Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লেক ভিউ পিকনিক কর্ণার
স্থান
শিল্প এলাকা, কাপ্তাই, রাংগামাটি পার্বত্য জেলা।
কিভাবে যাওয়া যায়
চট্টগ্রাম বদ্দার হাট বাস টার্মিনাল বা দেশের যেকোন প্রান্ত হতে বাস বা অন্যকোন পরিবহন যোগে কাপ্তাই বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে এসে নামতে হবে।
বিস্তারিত

লেক ভিউ পিকনিক কর্ণার বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন কর্তৃক পরিচালিত একটি স্পট। ইহা কাপ্তাই লেক ঘেষে অত্যান্ত মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে। এখানে ভ্রমণে দিবে নতুন আনন্দ। 

 

সুবিধা সমুহ :

 

 

১) সু-বিশাল প্রান্তর, বিচরণ ও যে কোন অনুষ্ঠান করার ব্যবস্থা

২) ছেলে-মেয়েদের খেলার উপযোগি বড় মাঠ

৩) কাপ্তাই লেকে নৌকা ভ্রমণের সু-ব্যবস্থা

৪) বাঁশদ্বারা তৈরী বিশাল ঘরে একসাথে ১৫০/২০০ জন লোকের বসার ব্যবস্থা

৫) মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগের সুবিধা

৬) পাশে অবস্থিত বশিউক ও কেপিএম এর কারখানার কাজ-কর্ম দেখা ও শিখার সুবিধা

৭) বিশুদ্ধ পানির সু-ব্যবস্থা ও আন্তরিক আতিথিয়তা।